Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক ২৪ ঘণ্টা মনিটরিংয়ে আলাদা সেল: তারানা হালিম


১৪ আগস্ট ২০১৮ ১৪:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো, ভুয়া পোস্ট দেওয়ার মতো বিভিন্ন কার্যক্রম ২৪ ঘণ্টা মনিটরিংয়ের জন্য আলাদা সেল গঠন করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তারানা হালিম বলেন, ‘বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আমরা এই বিষয়গুলো ২৪ ঘণ্টা মনিটরিং করব।’

নিরাপদ সড়ক আন্দোলনে আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে ব্যয় হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আজই (মঙ্গলবার) তথ্য মন্ত্রণালয় থেকে কল্যাণ ট্রাস্টে এ সংক্রান্ত চিঠি যাবে। এই চিকিৎসা অবশ্যই সরকারি হাসপাতালে হতে হবে, কোনো বেসরকারি হাসপাতালে নয়।’

প্রতিমন্ত্রী জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে আগামী ১২ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার পরিদর্শনে যাবেন। কারাগারে আটক বন্দিদের মাদকের ভয়াবহতা সম্পর্কে বোঝাবেন তিনি। একইসঙ্গে দেশের যেসব সীমান্ত অঞ্চল থেকে মাদক পাচার হয়, সেসব অঞ্চলের নাগরিকদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে ডক্যুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।

সারাবাংলা/এইচএ/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর