।।স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে আলোচিত ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৫ সেপ্টম্বর দিন ঠিক করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ আগস্ট) মামলাটি তদন্ত প্রতিবেদ দাখিলের জন্য দিন ঠিক করা ছিলো। কিন্তু এদিন মামলটির তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আদালতে কোনো প্রতিবেদন না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ঠিক করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির ৫ম তলায় ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮নম্বর সড়কের নিজ বাসায় খুন হন নিলয়। চার যুবক বাসাভাড়ার কথা বলে বাসায় ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা নীলয়ের গলা ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের স্ত্রী আশামনি অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সারাবাংলা/এআই/এমএইচ