বনানী কবরস্থান এলাকায় জঙ্গি আটক
১৪ আগস্ট ২০১৮ ১৮:৪৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর বনানী কবরস্থান এলাকা থেকে সালমান (২৫) নামে এক জঙ্গিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে তাকে আটক করেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক সালমানের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার ডোবাতলা গ্রামে। তার বাবার নাম লিয়াকত আলী সর্দার।
ওসি ফরমান আলী বলেন, বনানী কবরস্থান এলাকায় মঙ্গলবার সকালে সন্দেহজনকভাবে একজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তাকে আটক করে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি গোয়েন্দার সংস্থার সদস্যরা। জানা যায়, তার নাম সালমান। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। তার ফেসবুক আইডিতেও জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।
পরে মঙ্গলবার দুপুরের পর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বনানী পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানান ওসি।
বনানী থানা পুলিশ জানায়, আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বনানী কবরস্থানে যাওয়ার কথা রয়েছে। এ জন্য পুলিশের বিশেষ শাখা গত কয়েকদিন ধরেই এই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
এর আগে, গত বছর ১৫ আগস্ট ভোরে ধানমন্ডি ৩২ নম্বরের পাশে পান্থপথে হোটেল ওলিও ড্রিম ইন্টারন্যাশনালে জঙ্গি অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। ওই ঘটনায় এক জঙ্গি নিহত হয়।
এদিকে, মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এবার জাতীয় শোক দিবস উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। এরপরও আমরা কোনো আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না। মাঠে গত কয়েকদিন ধরেই পুলিশ কাজ করছে।
সারাবাংলা/ইউজে/টিআর