Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ


১৪ আগস্ট ২০১৮ ২০:৩৬

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামে এক ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে। আমরা এ ব্যাপারে অবহিত আছি।

ইমি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। ইমির সহপাঠীরা জানিয়েছেন, ইমি কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এ ছাড়া ইমি সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা জানান, একটি মেয়েকে হলের বাইরে থেকে ডিবি তুলে নিয়ে গেছে। বিষয়টি তাকে জানানো হয়নি। তবে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছেন।

সারাবাংলা/কেকে/এমআই

ইমি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর