Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুক বিল্ডিং পদ্ধতিতে ৫৭ কোটি টাকা সংগ্রহ করবে এডিএন টেলিকম


১৪ আগস্ট ২০১৮ ২১:১৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেল এডিএন টেলিকম বিডিং। কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাক সংগ্রহ করবে।

মঙ্গলবার (১৪ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিবিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত কমিশন সভায় এইর অনুমেদান দেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র মো. সাইফুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসইসি সূত্র জানায়, এডিএন পুঁজিবাজার থেকে উত্তোলিত ৫৭ কোটি টাকা দিয়ে কোম্পানিটির ভৌত অবকাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও‘র খরচে ব্যয় করা হবে।

সর্বশেষ গত ৩০ জুন ২০১৮ পর্যন্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৬ টাকা ১৩ পয়সা, শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট।

সারাবাংলা/জিএস/এমআই

পুঁজিবাজার বুক বিল্ডিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর