Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপউপাচার্য নূরুল আলম


১৪ আগস্ট ২০১৮ ২২:০৬

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি): নতুন উপউপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আলম।

মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি উপউপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্টসহ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক নুরুল আলমকে জাবির উপউপাচার্য নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলমকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।

অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, আমাকে উপউপাচার্য নিয়োগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ে চলমান সেশন জট সহ অন্যান্য সমস্যা সমাধানে উপাচার্যের সঙ্গে কাজ করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, অধ্যাপক নুরুল আলম অত্যন্ত সৎ একজন ব্যক্তি। আমি মনে করি তাঁকে নিয়োগ দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপকৃত হয়েছে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর