Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক সপ্তাহে ১ লাখ ৮০ হাজার যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


১৪ আগস্ট ২০১৮ ২২:২০

।। সিনিযর করেসপন্ডেন্ট।।

ঢাকা: দেশব্যাপী চলা বিশেষ ট্রাফিক সপ্তাহে এক লাখ ৮০ হাজার ২৪৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। একই সঙ্গে ৭ কোটি ৮ লাখ ১৪ হাজার ৩৭৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ছাড়া ৭৪ হাজার ২২৪ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ৫ হাজার ৪১৮টি যানবাহন আটক করে ডাম্পিংয়ে পাঠানা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) রাতে পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার এআইজি সোহেল রানা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাফিক আইন অমান্য, যানবাহন নিবন্ধনের কাগজ না থাকা, মেয়াদউত্তীর্ণ কাগজপত্র, লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

এর আগে রোববার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর গুলিস্থান জিরোপয়েন্টে ৭ দিনব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে ঘোষণা দিয়ে আরও তিন দিন বাড়ানো হয়। ট্রাফিক সপ্তাহ চলে ১৪ আগস্ট পর্যন্ত।

সারাবাংলা/ইউজে/এমআই

ট্রাফিক সপ্তাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর