Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবসে ঢাকেশ্বরীতে বিশেষ প্রার্থনা


১৫ আগস্ট ২০১৮ ১৩:৩৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫আগস্ট) সকাল ১১টায় এই প্রার্থনা সভার আয়োজন হয়। প্রার্থনা সভায় বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বীর আসেন। প্রার্থনায় বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। বিশেষ প্রার্থনা পাঠ করান সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত বাবু পরিতোষ ।

বিজ্ঞাপন

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড. নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মিলন কান্তি দত্ত,সাধারন সম্পাদক বাবু নির্মল চ্যাটার্জি, যুব মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অপু উকিল, মহানগর পূজা উদযাপনের সভাপতি শৈলেন মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপনের সাবেক সভাপতি স্বপন সাহা, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. তাপস কুমার পাল, সাবেক সভাপতি ডি.এন চ্যাটার্জি, সাবেক সাধারন সম্পাদক শ্যামল কুমার রায়, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত কুমার পাল, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুব্রত চন্দ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী , বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক উপ কমিটির সদস্য সৌমেন বসু , মহানগর তাতী লীগের শিল্প ও বানিজ্য বিয়ষক সম্পাদক সুদীপ হালদার  প্রমুখ।

প্রার্থনায় ১৯৭৫ এর ১৫ আগস্টে স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের আত্মার শান্তি কামনা করা হয়।

বিজ্ঞাপন

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ১৯৭৫-এর পর ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে পালিত হয়ে আসছে ১৫ অগাস্ট। ’৭৫ এর পর ১৯৯৫ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর রাষ্ট্রীয়ভাবে দিনটি পালিত হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালে প্রথমবারের মতো ১৫ অগাস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গেলে জাতীয় শোক দিবস বাতিল করে দেয়। পরে তত্ত্বাবধায়ক সরকার আমলে হাই কোর্টের রায়ে ২০০৮ সাল থেকে দিনটি জাতীয় শোক দিবস হিসাবে পালিত হচ্ছে।

সারাবাংলা/এনআর/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর