Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু


১৫ আগস্ট ২০১৮ ১৮:৪৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের রামদি ইউনিয়নের কোণাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিএনজি অটোরিকশা চালক বাজিতপুরের আবুল হোসেন এবং ভৈরবের মিরারচর এলাকার কাচাঁমাল ব্যবসায়ী বাহার মিয়া। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাজিতপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিল। পথে কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের কোণাপাড়া এলাকায় যাত্রীবাহী বাস সিএনজিটিকে ওভারটেক করতে গিয়ে চাপা দেয়। এতে সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এক যাত্রীরা গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

চলন্ত বাস ঢুকে গেল বাসায়, স্কুলছাত্রীসহ নিহত ৩

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর