Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে কারাগারে সাখাওয়াত, জামিন শুনানি বৃহস্পতিবার


১৫ আগস্ট ২০১৮ ২০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেনকে কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

একদিনের রিমান্ড শেষে বুধবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর হাকিম লস্কার সোহেল এই আদেশ দেন। একইসঙ্গে বৃহস্পতিবার সাখাওয়াতের জামিন শুনানির দিন ঠিক করেন আদালত।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-পুলিশ পরিদর্শক মো. সজীবুজ্জামান সাখাওয়াতকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাখাওয়াতকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।

বিজ্ঞাপন

সাখাওয়াতের পক্ষে তার আইনজীবী নূর উদ্দিন জামিন আবেদন করেন।

গত ৮ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাখাওয়াতের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/এআই/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর