Sunday 27 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিবে বাংলাদেশ


২৯ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৩

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট,কক্সবাজার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রথম ধাপে প্রত্যাবাসনের লক্ষ্যে আজই ১ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে হস্তান্তর করবে বাংলাদেশ।

শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদে এবং সসম্মানে  নিজ দেশে ফেরত পাঠাবে। সে লক্ষ্যে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতায় কাজ করে যাচ্ছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, সময় এবং স্রোতের মতো জাতীয় নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরে মন্ত্রী বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জেলা ছাত্রলীগ পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলটির অন্যান্য নেতারা এ সময়ে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ওএফএইচ/টিএম/এমএ

কাদের রোহিঙ্গা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর