রঙ মিস্ত্রি থেকে ‘ইয়াবা পাচারকারী’
১৬ আগস্ট ২০১৮ ১০:৪৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে ছয় হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম ইকবাল হোসেন মামুন (২৭)। তবে এসময় হালিমা নামে আরেক পাচারকারী পালিয়ে গেছেন।
বুধবার (১৫ আগস্ট) রাতে নগরীর স্টেশন রোড এলাকায় এসব ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, মামুনের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। তিনি পেশায় রঙ মিস্ত্রি। তবে কথিত এক বড়বোনের কথায় ইয়াবা পাচারে জড়িয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি সারাবাংলাকে বলেন, জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন- রামুর কথিত এক বড় বোন তাকে ও হালিমাকে ইয়াবাগুলো দিয়ে চট্টগ্রামে পাঠিয়েছেন। হালিমাকেও তিনি পাড়াতো বোন বলে পরিচয় দেন।
এই ঘটনায় মামুন ও হালিমার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।
সারাবাংলা/আরডি/এসএমএন