শিশুর ঘাড় মটকে নদীতে ফেলার অভিযোগ, ২ কিশোর আটক
১৬ আগস্ট ২০১৮ ১২:২২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সাভার : নিখোঁজের একদিন পরে সাভারের বংশী নদী থেকে রোহান ইসলাম আবিদ নামের (৯) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে বংশী নদীর ভাগলপুর বালুঘাট থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
শিশুটির স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুই দিন আগে সাভারের তালবাগ এলাকার আফজাল হোসেনের ছেলে স্থানীয় কিডস ইউনিভার্সিটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী রোহান ইসলাম আবিদের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয় প্রতিবেশী গোলাম আজম নামের এক কিশোরের। পরে গতকাল সকালে ওই শিশুকে বাড়ি থেকে বংশী নদীর ভাগলপুর বালুঘাট এলাকায় ডেকে নিয়ে যায় কিশোর গোলাম আজম এবং তার বন্ধু রাহুল ও রহিম। আবিদের স্বজনদের অভিযোগ, এসময় তিন জন মিলে তার ঘাড় মটকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। পরে সকালে স্থানীয়রা মরদেহ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিশু আবিদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক এনামুল বলেন, এই ঘটনায় রাহুল ও রহিম নামে দুই কিশোরকে আটক করা হয়েছে। গোলাম আজমকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএমএন