Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে নির্বিঘ্নে ৩৮তম বিসিএসের প্রিলি অনুষ্ঠিত


২৯ ডিসেম্বর ২০১৭ ১৪:০৬

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগী শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছে ৩৮তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা। কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। দুই- একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি।

সকাল ১০টায় শুরু হয়ে এ পরীক্ষা চলে দুপুর ১২ টা পর্যন্ত।  বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয় থেকে জানা যায়, আজ দেশের মোট ২৮৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

রাজধানীর টিকাটুলীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের সামনে কথা হয় মাতুয়াইলের  আজিমুন্নেসার সঙ্গে। তিনি তার মেয়ে মার্জিয়া সুলতানা মীমের জন্য অপেক্ষা করছেন। সারাবাংলাকে তিনি বলেন, ‘এবার আমার মেয়ে প্রথম বিসিএস দিচ্ছে। প্রায় ছ’মাস যাবত অনেক পড়াশুনা করেছে। এখন দেখা যাক কী ফল হয়।’

পরীক্ষা শেষে ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের সাবেক ছাত্রী সাইয়েদাতুন্নাহার বলেন, ‘এবার নিয়ে দু’বার বিসিএস প্রিলিমিনারি দিয়েছি। এবারের পরীক্ষা ভাল হয়েছে। আশা করছি টিকবো।’

২৪টি ক্যাডারে দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে যার বিপরীতে প্রায় ৩ লাখ ৮৯ হাজার আবেদন হয়েছে বলে জানায় বিপিএসসি।

সারাবাংলা/এসএস/টিএম

 

 

পরীক্ষা বিসিএস

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর