‘ওয়ান-ইলেভেনের সহযোগী মিডিয়া আবার সক্রিয় হয়ে উঠেছে’
১৬ আগস্ট ২০১৮ ১৬:২৬
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ওয়ান-ইলেভেনের সময় যারা বিরাজনীতিকরণ করতে চেয়েছিল, গণমাধ্যমের একটি অংশ তাদের সহযোগী হিসেবে কাজ করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘মিডিয়ার সেই অংশটি আবার সক্রিয় হয়ে উঠেছে। একটি রাজনৈতিক দলের উসকানিতে তারা শেখ হাসিনার সরকার হঠানোর চক্রান্তে নেমে পড়েছে।’
বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরের ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের শোক দিবসের এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গণমাধ্যমের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘গণমাধ্যমের কেউ কেউ আক্রমণকারীকে আক্রান্ত আর আক্রান্তদের আক্রমণকারী হিসেবে অপপ্রচার চালিয়েছে। আমাদের ৪৬ জন নেতাকর্মী আহত হলো, একজনের চোখ নষ্ট হয়েছে। অথচ ওই ছেলেকে বলা হলো সে নাকি সাধারণ ছাত্র।’
এই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অরাজনৈতিক আন্দোলনে হঠাৎ দেখলাম রাজনীতি প্রবেশ করেছে। হাজার হাজার স্কুলব্যাগের ভেতরে রড-চাপাতি-পাথর। শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চেয়েছে; আর বিএনপি তাদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে। শিশুদের একটি যৌক্তিক আন্দোলনে তারা এমন একটি নিষ্ঠুর এজেন্ডা নিয়ে মাঠে নেমেও ব্যর্থ হয়েছে। তারা এখন নালিশ করতে শুরু করেছে। বিদেশিদের কাছে নালিশ করছে, দেশের সমস্যা বিদেশিদের বলছে, কূটনেতিকদের সঙ্গে বৈঠক করছে।’
৯ বছরে বিএনপি ৯ দিনও আন্দোলন করতে পারেনি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা রমজানের ঈদের পর বলে কুরবানির ঈদের পর আন্দোলন, কখনও বলে পরীক্ষার পর আন্দোলন, আবার বলে বেগম জিয়া লন্ডন থেকে আসার পর আন্দোলন। ৯ বছরে ১৮টি ঈদ গেল, এ বছর, ওই বছর করে আর আন্দোলনের দেখা নেই।
ইডেন কলেজে সিট বাণিজ্যের বিষয়ে সতর্ক করে ওবায়দুল কাদের নেতাকর্মীদের বলেন, ‘পলিটিক্যাল রুম কিসের? এসব প্র্যাকটিস বন্ধ করতে হবে। আমরা অপকর্ম থেকে বিরত থাকলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।’
বঙ্গবন্ধুর এক খুনিকে শিগগিরই দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে জানিয়ে সরকারের সিনিয়র এই মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর এক খুনি অবস্থান করছে। তাকে সরানোর জন্য ট্রাম্প প্রশাসন সবুজ সংকেত দিয়েছে। কানাডায় মৃত্যুদণ্ড না থাকায় আইনি জটিলতার কারণে এই মুহূর্তে আনা যাচ্ছে না। আরেক দেশে থাকা বঙ্গবন্ধুর এক খুনিকে দেশে ফিরিয়ে আনার ব্যপারে অগ্রগতি ৯০ ভাগ সফল। আমাদের কূটনৈতিক উদ্যোগ সফল হতে যাচ্ছে।’
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন্নাহার চাপা, কেন্দ্রীয় সদস্য মারুফা আত্তার পপি, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভনসহ অন্যরা।
সারাবাংলা/কেকে/এমএমএইচ/টিআর