কোটা আন্দোলনের নেতা লুমা ৩ দিনের রিমান্ডে
১৬ আগস্ট ২০১৮ ১৭:০০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কোটা সংস্কারের দাবিতে সম্প্রতি হয়ে যাওয়া আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, ইডেন মহিলা কলেজের ছাত্রী লুৎফুল নাহার লুমার (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এই আদেশ দেন। এদিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কাউন্টার টেরোরিজমের পরিদর্শক রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামির পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী জায়েদুর রাহমান ও নূর উদ্দিন।
গতকাল (বুধবার) ভোরে ঢাকা মহানগর পুলিশের তদন্ত দল ও বেলকুচি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল ক্ষিদ্র চাপড়ির চর থেকে লুৎফুল নাহার লুমাকে গ্রেফতার করে। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বাউখোলা গ্রামে। লুমার বাবার নাম আব্দুল কুদ্দুছ।
রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হওয়ার পর লুমা বেলকুচির ক্ষিদ্র চাপড়ির চরে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন।
সারাবাংলা/এআই/এটি