প্রশ্নের মান নিয়ে সন্তুষ্ট বিসিএস পরীক্ষার্থীরা
২৯ ডিসেম্বর ২০১৭ ১৪:১৫
সিনিয়র করেসপন্ডেন্ট
৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষারর প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। প্রশ্নের মান নিয়েও তারা খুশি। আর ভালভাবে উত্তর করতে পেরে আনন্দে আত্মহারা অনেকেই। শুক্রবার পরীক্ষা শেষে এমনটাই জানান অনেক পরীক্ষার্থী।
গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হয়ে আতিকুর রহমান বলেন, ‘খুব কড়াকড়ির মধ্য দিয়ে এবারের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা ভাল হয়েছে।’
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা আবুল আসাদ। তিনি বলেন, ‘তিনবার পরীক্ষা দিয়েছি। এবার সবচেয়ে সহজ হয়েছে। এর আগে না টিকলেও এবার নিশ্চিত টিকব বলে মনে করি।’
বদরুন্নেছা কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন ইসরাত শায়লা। তিনি বলেন, ‘সবদিক থেকেই প্রশ্নপত্র ভাল হয়েছে। তবে পরীক্ষকদের অতিরিক্ত বাড়াবাড়ি বিরক্ত হয়েছি।’
কয়েকজন পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন ফাঁস হয়েছে কিনা? জবাবে তারা জানান, না এ রকম কোনো ঘটনা ঘটেনি। আমরা শুনিনি। শিক্ষকরাসহ সবাই যদি নৈতিকতার প্রশ্নে আপস না করে তবে প্রশ্ন ফাঁস হতে পারে না।
এদিকে বিসিএস পরীক্ষা কমিটির পুলিশের পক্ষ থেকে তদারককারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল বলেন, ‘গত ২০ দিন থেকে প্রশ্নপত্র জালিয়াত চক্রকে ধরতে ডিবির বেশ কয়েকটি টিম মাঠে কাজ করেছেন। তবে এবার এ ধরনের কোনো চক্র খুঁজে পাওয়া যায়নি। অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিছু পায়নি বলে আমরা জানতে পেরেছি।’
বিসিএস পরীক্ষা কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রত্যেকটি কেন্দ্রে বেশ কয়েকটি প্রশ্নপত্রের সেট রাখা হয়েছিল। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ফোন করে বলা হয়েছে কোন কেন্দ্রে কোন সেটে পরীক্ষা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এটা শুধুমাত্র ওই কেন্দ্রের কন্ট্রোলার ছাড়া কেউ জানতে পারেনি। ফলে কেউ প্রশ্নপত্র ফাঁস করতে সাহস পায়নি। আর পুলিশ খুব কড়াকড়ি অবস্থানে ছিল।’
সারাবাংলা/ইউজে/আইজেকে