কাবুলের শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৪৮ জনের মৃত্যু
১৬ আগস্ট ২০১৮ ১৭:৪৩
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৬৭ জন। বুধবার (১৫ আগস্ট) বিকেলে ৪টায় মাওদ এডুকেশনাল ইন্সটিটিউটে এই হামলা চালানো হয় বলে জানায় বিবিসি। তালেবান হামলার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে।
পুলিশ জানায়, হামলাকারী ক্লাস চলাকালীন অবস্থায় শ্রেণীকক্ষে ঢুকে যায় ও বিস্ফোরণ ঘটায়। নিহতের অধিকাংশই কিশোর। তারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
সৈয়দ আলী নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘বোমা হামলায় কক্ষটির অধিকাংশ কিশোরই মারা গেছেন। তাদের দেহ খন্ড-বিখন্ড হয়ে ছড়িয়ে পড়েছিল।’
গত সপ্তাহ থেকে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সাথে তালেবানের সংঘর্ষ শুরু হয়। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে তালেবানের সাথে সংঘর্ষে এ পর্যন্ত ১০০ নিরাপত্তারক্ষী সদস্যসহ অন্তত ৩০০ লোকের মৃত্যু হয়েছে। তবে সংঘর্ষের পাঁচ দিন পর আফগান সেনারা গজনির দখল নিতে সক্ষম হয়।
জাতিসংঘে আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি তাদামিচি ইয়ামামতো দেশটিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। এমন সহিংস পরিস্থিতির মধ্যে তালেবান ঘোষণা দিয়েছে, তারা সেখানে দায়িত্বরত রেড ক্রস সদস্যদের নিরাপত্তার দায় নিবে না।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
গজনিতে অন্তত ১০০ আফগান নিরাপত্তারক্ষী সদস্য নিহত