Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা: বাসচালক-হেলপার কারাগারে


১৬ আগস্ট ২০১৮ ২০:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বহনকারী গাড়িতে ধাক্কা দেওয়ার ঘটনায় নিউ ভিশন বাসের চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহিম খলিলকে চারদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১১ আগস্ট শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক রুহুল আমিন দুইজনকে হাজির করে প্রত্যেকের সাতদিনের রিমান্ড চায়। তখন আদালত চার দিনের মঞ্জুর করেন। ওই কর্মকর্তা আজ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষে ইকবাল হোসেন জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

গত ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কলেজ গেইট যাত্রী ছাউনির সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয় নিউ ভিশন পরিবহনের একটি বাস। পরিবহনের বাসটি চালাচ্ছিল চালকের সহকারী। এ ঘটনায় মন্ত্রীর গাড়ির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি এক রোগীকে দেখতে শেরেবাংলা নগরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে নাখালপাড়ায় এক অনুষ্ঠানে যাওয়ার সময় মিরপুর থেকে মতিঝিলগামী বাসটি পেছন দিক থেকে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়।

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর