Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষের টাকাসহ এলজিইডি’র প্রকৌশলী গ্রেফতার


১৬ আগস্ট ২০১৮ ২০:৪৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঘুষের টাকা নেওয়ার সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী এহেতেশামুল হককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুর ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও কার্যালয় থেকে দুককের একটি দল তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, এহেতেশামুল হকের নামে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

দুদক সূত্র জানায়, ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার ও ঢাকা-২ এর উপ-পরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। কাজ পাইয়ে দেওয়ার শর্তে ঘুষ দাবি করেছিলেন এহেতেশামুল হক। এক ঠিকাদার অভিযোগ করলে দুদক অভিযান চালায়।

সারাবাংলা/ইএইচটি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর