Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পশুরহাট থেকে অজ্ঞানপার্টির তিন সদস্য আটক


১৬ আগস্ট ২০১৮ ২১:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: নগরীর বাংলা বাজার এলাকার আজিজ কলোনি থেকে অজ্ঞানপার্টির তিন সদস্যকে আটক করেছে সদরঘাট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছুরি ও অজ্ঞান করার মলম পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন। তিনি জানান, আটক ব্যক্তিদের নামে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

এরা হলেন, কুমিল্লা জেলার মো. মানিক (২২), মৌলভীবাজারের মো. রাজিবুল ইসলাম (২০) ও কিশোরগঞ্জ জেলার মো. আবুদল বাতেন (২০)।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রুহুল আমীন সারাবাংলাকে বলেন, আজিজ কলোনির প্রবেশ মুখে বসা পশুরহাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের চোখে মলম লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা জড়ো হয়েছিলেন তিনজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এটি

অজ্ঞানপার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর