Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হোটেল থেকে ব্যবসায়ীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার


১৭ আগস্ট ২০১৮ ১৩:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীর ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) গভীর রাতে নগরীর খুলশী থানার ফয়স লেক এলাকায় লেকসিটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলা’কে বলেন, ‘খুন হওয়া যুবকের নাম মো. মাইনুদ্দিন। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের সিরাজুল হকের ছেলে। ওই এলাকায় বালুর ব্যবসা ছিল মাইনুদ্দিনের।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, মাইনুদ্দিন বুধবার রাতে হোটেলে উঠেছিলেন। পরের রাতে তার লাশ পাওয়া গেছে। তাকে জবাই করে খুন করে হোটেলের কক্ষে ফেলে রাখা হয়েছিল। মাথা এবং শরীর আলাদা পাওয়া গেছে।’

ওয়ারিশ সারাবাংলা’কে বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটা আমরা খতিয়ে দেখছি। সুনির্দিষ্টভাবে এখনো আমরা কাউকে সন্দেহ করছি না। তবে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর