Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ তৎপর রয়েছে: আইজিপি


১৭ আগস্ট ২০১৮ ২১:০১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাভার: এবারের ঈদে পশুবাহী ট্রাকগুলো যাতে বাধা ছাড়াই নির্বিঘ্নে নিজ গন্তব্যের হাটে যেতে পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।

শুক্রবার (১৭ আগস্ট) বিকালে ঈদ উপলক্ষে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজট পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইলে তিনি একথা বলেন। পাশাপাশি ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে যেতে পারে, তাই যানজট মোকাবিলায় সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়নের কথাও বলেন তিনি।

আইজিপি বলেন, ‘প্রতিবছর পশুবাহী গাড়িগুলো হাটে যাওয়ার সময় রাস্তায় জোর করে তাদের অন্য হাটে নেওয়া হয়। কিন্তু এবছর পুলিশের তৎপরতায় সড়কের কোথাও পশুবাহী ট্রাক আটকানো হচ্ছে না। বেপারীরা প্রয়োজনে নির্দিষ্ট হাটের ব্যানার লাগিয়ে নিতে পারেন, প্রয়োজনে পুলিশ তৎপর রয়েছে।’

এছাড়া ঈদে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক যাতে তাদের ন্যায্য মজুরি পান ও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে কারখানার মালিকদের প্রতি অনুরোধ করেন পুলিশের এই মহাপরিদর্শক।

সড়ক পরিদর্শনকালে এসময় তার সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর