ঢাকা বাঁচাতে সমন্বিত পরিকল্পনার জন্য দরকার ওয়ার্কিং কমিটি
১৭ আগস্ট ২০১৮ ২১:৩৮
।। সারাবাংলা ডেস্ক ।।
অবনমনের হাত থেকে ঢাকাকে বাঁচাতে একটি কার্যকরী ওয়ার্কিং কমিটি দরকার বলে মতামত জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শুক্রবার (১৭ আগস্ট) সংগঠনটির আয়োজিত ‘অবসবাসযোগ্য নগরীর তালিকায় অন্যতম ঢাকা : উত্তরণের উপায়’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা একথা বলেন।
বক্তারা বলেন, ঢাকাকে বসবাসযোগ্য করতে দরকার একটি কার্যকর সমন্বিত পরিকল্পনা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে দুই সিটি করপোরেশনের মেয়রসহ ঢাকার সংশ্লিষ্ট ৫৪টি মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নগর পরিকল্পনাবিদ পরিবেশ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, জন অধিকার বিশেষজ্ঞের সমন্বয়ে একটি শক্তিশালী ওয়ার্কিং গঠন করতে হবে। নইলে ঢাকা শহরকে বাঁচানো সম্ভব হবে না।
বক্তব্যে বলা হয়, ঢাকা গত ৭বছর যাবত বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে দ্বিতীয় থেকে চতুর্থ নম্বরে উঠা-নামা করছে। আমরা ঢাকার বর্তমান অবস্থার দিকে তাকালে লক্ষ্য করি ঢাকায় জনসংখ্যা বৃদ্ধির হার ৬৩ ভাগ। এ শহরে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২লাখ লোক বসবাস করে। শহরে বসবাসকারী জনসংখ্যার ৪০ ভাগ হচ্ছে ঢাকায়। দেশের জিডিপির ৩৫ শতাংশ ঢাকা থেকে আসে এবং দেশের সামগ্রিক কর্ম সামর্থ্যরে ৩০ ভাগ ঢাকাতে বসবাস করে। ঢাকার বস্তিগুলোর জনঘনত্ব বাংলাদেশের একটি সাধারণ গ্রামের তুলনায় ৩০ভাগ বেশি। এই প্রেক্ষাপটে ঢাকার অবস্থাকে বিশ্লেষণ করতে হবে।
বক্তব্যে আরও বলা হয়, বাংলাদেশ কতগুলো ঝুঁকিপূর্ণ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের একটি বড় অংশ আগামী ৩০ বছরের মধ্যে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে, জনগোষ্ঠীর বিশাল একটি অংশ জলবায়ু উদ্বাস্তু হিসেবে রূপান্তরিত হবে। জল ও জমির লবণাক্ততার বৃদ্ধির ফলে কৃষিতে ব্যাপক বিপর্যয় দেখা দিবে। অপরিকল্পিত নগরায়নের ফলে ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক ব্যবস্থাপনা ও গৃহ নির্মাণ ব্যবস্থাপনাসহ সব ক্ষেত্রে অব্যবস্থাপনা বিরাজ করছে। খেলার মাঠ, পার্ক, জলাধারসহ পরিবেশ ব্যাপকভাবে বিপর্যস্ত। সুতরাং আমরা মনে করি ঢাকা মহানগরী শুধু বসবাসের একটি অযোগ্য নগরই নয়, এটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
বসবাসযোগ্য করতে ঢাকার প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণসহ পবা’র পক্ষ থেকে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়। পবা’র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এবং পবা’র সম্পাদক ওয়াহেদ রাসেলের সঞ্চালনায় উক্ত সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবা’র যুগ্মসাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পবা’র সাধারণ সম্পাদক প্রকৌ. মো. আবদুস সোবহান, নাসফ-এর সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, সহ-সম্পাদক ব্যারিস্টার নিশাত মাহমুদ, গ্রিন ফোর্সের সমন্বয়ক মেসবাহ সুমন, নবযাত্রা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আজমল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট, লন্ডনের গবেষণায় ঢাকাকে বিশ্বের বসবাসের অযোগ্য দ্বিতীয় শহর হিসেবে চিহ্নিত করা হয়। এতে ঢাকাকে নিয়ে পরিবেশ ও নগরবিদদের উদ্বেগ বেড়েছে।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
বসবাসের অযোগ্যতায় ঢাকা দ্বিতীয়