মির্জা ফখরুলের আহ্বান রাষ্ট্রদ্রোহিতার শামিল: কাদের
১৭ আগস্ট ২০১৮ ২২:২৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘নিরাপদ বাংলাদেশের জন্য আবার দেশকে স্বাধীন করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আহ্বান জানিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যায় গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘গোপন বৈঠক চলছে, দেশে-বিদেশে বৈঠক চলছে। গত সাত দিনে কারা ঘনঘন যাতায়ত করছে, সেই খবর আমরা জানি। ব্যাংককে এখন কারা ঘাঁটি করেছে, কারা কারা আসছেন, কারা যাচ্ছেন কি কি কথা হচ্ছে মনে করেছেন আমরা জানি না। আমি পরিস্কার ভাবে বলতে চাই ঢাকা অচল হবে না। বাংলাদেশ অচল করা যাবে না, বিএনপি অচল হয়ে যাবে।’
‘শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য এবার দেশকে স্বাধীন করুন’, মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই এটা কি রাষ্ট্রদ্রোহিতার শামিল নয়? এর বিচার করলে কি ভুল হবে? এ ধরনের কথা বলেও ফখরুল ইসলাম এখনও গ্রেফতার হননি, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।’
বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে কাদের আরও বলেন, ‘খোঁজ-খবর আমরা নিচ্ছি। তবে এই কথা বলে রাখি বাংলাদেশে আর ১/১১ এর পরিস্থিতি সৃষ্টি হবে না। জনগণ আপনাদের সব ধরনের চেষ্টা ব্যর্থ করে দিবে। এই ষড়যন্ত্র সফল হবে না।’
বিএনপির মুখের বিষ উগ্র হয়েছে দাবি করে কাদের বলেন, ‘শরৎ বাবুর উপন্যাসে পড়েছিলাম মানুষের শক্তি যখন কমে আসে তখন মানুষের মুখের বিষ উগ্র হয়। মানুষের শক্তি যখন কমে আসে তখন তার মনের জোর কমে যায় গলার জোর বেড়ে যায়। বিএনপির অবস্থা কি তাই নয়? শক্তি যখন কমে আসছে তাই বিএনপির গলার জোর বেড়ে গেছে।’
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মুখে অর্বাচীন কথাবার্তা শোভা পায় না: ফখরুল
সারাবাংলা/কেএমএইচ/এমও