রাজধানীতে মাইক্রোবাস চাপায় শ্রমিকের মৃত্যু
১৮ আগস্ট ২০১৮ ০৯:৩৩ | আপডেট: ১৮ আগস্ট ২০১৮ ০৯:৩৯
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর তেজগাঁয়ে মাইক্রোবাসের চাপায় শফিকুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় ইসমাইল হোসেন (৩৮) নামের অপর
শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ আগস্ট) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শফিকুল শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার তারাকান্দা গ্রামের আ. রাজ্জাকের ছেলে।
তেজগাঁও থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জানান, তেজগাঁও এলাকায় সড়ক সংস্কারের কাজ করছিল শ্রমিক শফিকুল ইসলাম (৪০) ও ইসমাইল হোসেন (৪০)। এ সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস সড়ক ডিভাইডারের উপর উঠে যায়। এতে সেখানে দুই শ্রমিক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৪টার দিকে শফিকুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে গেছে। মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ