Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ককটেলসহ ৫ শিবির নেতা আটক


১৮ আগস্ট ২০১৮ ১০:৪৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অস্ত্র-ককটেলসহ ইসলামী ছাত্রশিবিরের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিনও আছেন।

শুক্রবার (১৭ আগস্ট) গভীর রাতে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নে একটি বাড়িতে গোপন বৈঠক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা।

গ্রেফতার হওয়া বাকি চারজন হলেন, দাঁতমারা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো.জাফর এবং একই কমিটির বিভিন্ন পদে থাকা মাইনুদ্দিন, মামুন ও কাশেম।

এসপি নুরে আলম মিনা সারাবাংলাকে বলেন, দেশকে অস্থিতিশীল করতে নাশকতার পরিকল্পনা করতে বৈঠক চলছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তাদের কাছে দুইটি ব্যাগে ১৮টি ককটেল পাওয়া গেছে। এলজি-কার্তুজও উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ সারাবাংলাকে বলেন, গ্রেফতার হওয়া ছাত্রশিবিরের নেতাদের কাছে প্রচুর পরিমাণে সাংগঠনিক বই, বায়তুল মালের রসিদ, কারা কারা তাদের ডোনেশন দেন সেগুলোর রেজিস্ট্রার বইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেছে।
এই ঘটনায় ভুজপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর