Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়ায় পাড়ের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন


১৮ আগস্ট ২০১৮ ১১:০২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজবাড়ী: পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে জমেছে যানবাহনের দীর্ঘ লাইন।

শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকা পর্যন্ত প্রায় ৮কিলোমিটার সড়কে অপেক্ষা করছে শত শত গাড়ির চালক ও যাত্রীরা।

অপেক্ষমাণ যানবাহনের মধ্যে পশু বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান রয়েছে। তবে এরমধ্যে পশুবোঝাই ট্রাকের সংখ্যাই বেশি।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া পাড়ে ছয়টি ঘাটের মধ্যে পাঁচটি সচল রয়েছে। তবে নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি ধীর গতিতে চলছে। নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া থেকে ফেরি ছেড়ে আসতে সময় দ্বিগুন লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন জানান, দৌলতদিয়া ঘাটে অগ্রাধিকার ভিত্তিতে গরু বোঝাই ট্রাক সিরিয়ালে ফেরিতে উঠছে। ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপত্তায় দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর