Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শান্তি সম্মেলন অনুষ্ঠিত


১৮ আগস্ট ২০১৮ ১২:১৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সারা পৃথিবী থেকে রাষ্ট্রনায়ক, নোবেল বিজয়ী, আইনজীবী, সাংবাদিক, ধর্মীয় নেতা, অধ্যাপকসহ বিভিন্ন স্তরের শান্তিকামী মানুষদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব শান্তি সম্মেলন। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

এরই অংশ হিসেবে ইতোমধ্যে আমেরিকা ও আফ্রিকা মহাদেশে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ আগস্ট দক্ষিন আফ্রিকার কেপটাউনে হওয়া এ সম্মেলনে আফ্রিকা মহাদেশের শান্তিকামী মানুষেরা অংশ নেন।

সম্মেলনে এইচডব্লিউপিএল’র চেয়ারম্যান মান হি লি বিশ্ব শান্তির গুরুত্ব তুলে ধরেন। এর আগে এইচডব্লিউপিএল’র সদস্যদের নিয়ে তিনি ঘানাসহ আফ্রিকার বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

সম্মেলনে পুরো আফ্রিকা জুড়ে শান্তির সংস্কৃতি গড়ে তোলার জন্য বাস্তবসম্মত কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেগুলো নিয়ে পর্যালোচনা করেন মহাদেশটির রাষ্ট্রনায়কেরা।

এ সময় সম্মেলনের স্লোগান ‘আফ্রিকাতে আমরা আজীবন শান্তি চাই’ এর উপর আলোকপাত করে তা অর্জনের জন্য প্রতিজ্ঞাও করেন তারা।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর সঙ্গে বিবদমান সম্পর্ক মিটিয়ে ফেলাসহ, দারিদ্র, বৈষম্য ও দুর্নীতির তীব্র সমস্যা দূরীকরণেও একমত হন তারা।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর