Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে এইচএসসিতে পাস করল আরও ৫৪ জন


১৮ আগস্ট ২০১৮ ১৬:০৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে পরিবর্তন এসেছে। পুনঃনিরীক্ষণে পাস করেছে আরও ৫৪ জন এবং জিপিএ ফাইভ পেয়েছে ২০ জন পরীক্ষার্থী।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর শনিবার (১৮ আগস্ট) চট্টগ্রাম শিক্ষাবোর্ড এই ফলাফল ঘোষণা করেছে।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান সারাবাংলাকে জানান, মোট ৪০৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন। ফেল থেকে পাস করেছে ৫৪ জন। সর্বমোট গ্রেড পরিবর্তন হয়েছে ৩৩১ জন পরীক্ষার্থীর।
গত ১৯ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৭৩ শতাংশ। যা আটটি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে পঞ্চম।
পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১৭ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী মোট ৬১ হাজার ৬৯৯ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন।
এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৬১৩ জন। পুনঃনিরীক্ষণের পর যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৩৩ জনে।
সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন

এইচএসসি চট্টগ্রাম শিক্ষাবোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর