Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন


১৮ আগস্ট ২০১৮ ১৭:২৩

।। ইসমাইল হোসেন স্বপন।।

ইতালি থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট কেক কেটেছেন বিএনপির ইতালি শাখার নেতাকর্মীরা।

সোমবার (১৫ আগস্ট) রাত ৯ টায় রোম ভিত্তোরিও ফ্লেবার অব ইন্ডিয়ান রেস্টুরেন্টে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইতালি বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।

জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ইতালি শাখার সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। ইতালী বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ কোরআন তেলাওয়াত ও দোয়া করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সদস্য আলম শাহ্, ইতালী বিএনপির সহ-সভাপতি ফিরোজ খান, আব্দুল কাদের ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মো. তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ইতালী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খাঁন, সমবায় বিষয়ক সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী, ইতালী যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, রোম মহানগর বিএনপির সহ-সভাপতি জুয়েল খাঁন।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর