Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক থেকে নামিয়ে রাখা হচ্ছে গরু, নাজেহাল ব্যাপারীরা


১৮ আগস্ট ২০১৮ ১৯:৪৬

বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকার হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। কোনো কোনো হাটে বেচাবিক্রি শুরু হয়েছে পুরোদমে। কিন্তু প্রতিবছরের মতো এবারও পশুর হাটের ইজারাদাররা এক হাটের পশু অন্য হাটে জোর করে নামিয়ে রাখছে বলে অভিযোগ উঠেছে। ব্যাপারীদের অভিযোগ, ইজারাদারের লোকজনের হাতে হয়রানির শিকার হচ্ছেন তারা। পশু বিক্রির জন্য তাদের পছন্দের হাটে যেতে দেওয়া হচ্ছে না। যদিও সরকারি নির্দেশনায় বলা আছে, এক হাটের পশু অন্য হাটে নেওয়া যাবে না।

বিজ্ঞাপন

প্রতিবছরের মতো এবারও পশুবাহী ট্রাকে হাটের নাম লেখা থাকবে বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরপরও ব্যাপারীদের ওপর ইজারাদার ও তাদের লোকজনের জবরদস্তি চলছে।

ব্যাপারীরা বলছেন, পশুবাহী ট্রাক নিয়ে ব্যাপারীরা কোন হাটে যাবেন তা ট্রাকের সামনে লেখা থাকছে। এরপরও বিভিন্ন হাট এলাকায় তাদের ট্রাকগুলো আটকে রাখার চেষ্টা চলছে। কোথাও কোথাও ট্রাক থেকে পশুও নামিয়ে রাখছে।  বাধা দিতে গেলে বাঁধছে দ্বন্দ্ব। ট্রাক থেকে জোর করে নামানোর সময় গরু মারা যাওয়ার ঘটনাও ঘটেছে এবার।

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা হাট, হাজারীবাগ হাট, খিলক্ষেত, কুড়িল ৩০০ ফিট, ভাটারা, পূর্বাচলের ১০০ ফিট ও মেরুল বাড্ডার আফতাবনগর এবং মেরাদিয়া হাটের ট্রাক বোঝাই পশু যে যেখানে পারছে জোর করে নিজেদের হাটে নামিয়ে নিচ্ছে। এ ঘটনায় তাদের কেউ কেউ থানায় অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছেন বলে জানিয়েছেন।

হাজারীবাগ হাট এলাকায় সফিক নামে এক ব্যাপারী সারাবাংলাকে বলেন, ‘মুন্সীগঞ্জ থেকে ট্রাকে করে গরুগুলো নিয়ে বেড়িবাঁধ হয়ে খিলক্ষেত হাটে যাওয়ার পথে রহমতগঞ্জ পশুর হাট ও হাজারীবাগ হাটের ইজারাদাররা জোর করে নামিয়ে ফেলেছে। সেখান থেকে ট্রাক অন্যদিকে যেতে দেয়নি। তাই আমরা হাট ইজারাদারকে বিষয়টি জানিয়েছি।’

বিজ্ঞাপন

তবে এ ব্যাপারে হাজারীবাগ হাটের ইজারাদার জাহিদুল ইসলাম রাজিব বলছেন, ‘জোর করে নয়, বেশি দামের আশায় ব্যাপারীরা স্বেচ্ছায় ওই হাটে গরুগুলো নামিয়েছে।’

উল্টো তিনিও অভিযোগ করেন, তার হাটের ট্রাক বছিলা হাটে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তিনি হাজারীবাগ থানাকে জানিয়েছেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া সারাবাংলাকে বলেন, ‘কেউ লিখিত অভিযোগ করেনি। তবে মৌখিকভাবে অভিযোগ পেয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টা মীমাংসার চেষ্টা করেছি।’

মেরাদিয়া হাটের ইজারাদার শাহ আলম অভিযোগ করেছেন, গতকাল রাতে তার হাটে আসা ট্রাকবোঝাই একাধিক পশু ভাটারা ও পূর্বাচলের ১০০ ফিট এলাকার হাটে নামিয়েছে। এ ঘটনায় জোর করে ট্রাক থেকে গরু নামাতে গিয়ে একটা গরু মারা গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বাড্ডা থানায় তিনি অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।

তিনি সারাবাংলাকে বলেন, ‘বাধা দিতে গেলে ইজারাদারদের লোকজন ব্যাপারীদের ওপর চড়াও হচ্ছে। জোর করে ট্রাক থেকে গরু নামানো হচ্ছে। ফলে পছন্দের হাটে আমরা যেতে পারছি না।’

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাছে এখনও লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টা শুনেছি। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে এক হাটের পশু অন্য হাটে কোনোভাবেই নিতে পারবে না বলে জানান তিনি।

সারাবাংলা/এসএইচ/একে

ইজারাদার কোরবানির পশু কোরবানির হাট ঢাকা পশুরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর