Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কফি আনানের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক


১৮ আগস্ট ২০১৮ ১৯:৫৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

আধুনিক জাতিসংঘের রূপকার কফি আনানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের বর্তমান মহাসচিব এন্তোনিও গুতেরেস তার এই পূর্বসূরিকে ‘উৎকৃষ্ট পথ প্রদর্শক’ হিসেবে উল্লেখ করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘নানাভাবে কফি আনান জাতিসংঘের সঙ্গে ছিলেন। নতুন শতাব্দীতে সংস্থাটিকে সুমহান মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি পথ দেখিয়ে গেছেন।’

জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় কফি আনানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হোসাইন এক টুইটবার্তায় বলেছেন, ‘কফি আনানের মৃত্যুতে আমি শোকাহত। মানবতা ও উদারতার জন্য কফি ছিলেন অনন্য। বর্তমান পৃথিবী বহু নেতায় পরিপূর্ণ থাকলেও, এমন নেতার মৃত্যু বিশ্বের জন্য বেদনাদায়ক। তিনি হাজার জনের বন্ধু, ছিলেন লক্ষ জনের নেতা।’

সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’সহ বিশ্ব নেতা ও কূটনীতিক সম্প্রদায় আনানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

ব্যক্তিগত টুইটে জেন্স স্টলটেনবার্গ লিখেন, ‘কফি আনান মারা গেছেন, এটা শুনতে পাওয়া অত্যন্ত শোকের ব্যাপার। তার সৌহার্দকে কখনোই দুর্বলতা হিসেবে ভাবা উচিত হবে না। আনান দেখিয়ে গেছেন, একই সময়ে মহান মানবিক ও শক্তিশালী নেতা হওয়া যায়। জাতিসংঘ ও বিশ্ব তাদের এক অনন্য সম্পদকে হারালো।’

বিজ্ঞাপন

কফি আনানের মৃত্যুতে শোকস্তব্ধ থেরেসা মে বলেন, ‘তিনি জাতিসংঘের এক মহান নেতা ও সংস্কারক। জন্মের পর পৃথিবীকে যে অবস্থায় দেখেছিলেন, তার থেকে ভালো অবস্থায় রেখে যেতে আজীবন অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘বিশ্ব শুধু এক মহান আফ্রিকান কূটনীতিক এবং মানবদরদীকেই হারায়নি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার এক রক্ষককেও হারিয়েছে।’

এছাড়া ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আডো সারাদেশ’সহ নিজেদের কূটনৈতিক মিশনগুলোতে আগামী সোমবার থেকে পরবর্তী ৭ দিনের জন্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। আনানকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘শান্তিতে থাকো কফি, তুমি এর যোগ্য, ঈশ্বর তোমার সহায় হোক।’

উল্লেখ্য, ঘানায় জন্ম নেওয়া কফি আনান শনিবার (১৮ আগস্ট) সুইজারল্যান্ডের জেভোয় মারা যান। বেশ কয়েক বছর ধরে শহরটিতে পরিবারসহ বসবাস করছিলেন তিনি। মৃত্যুর সময়ে তার পাশে স্ত্রী নানে, দুই সন্তান এমা ও কজো উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর