Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো মহাসড়কে খানাখন্দ নেই: ওবায়দুল কাদের


১৮ আগস্ট ২০১৮ ২০:২৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কোনো মহাসড়কে খানাখন্দ নেই, তবে কিছু জেলা সড়কে খানাখন্দ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৮ আগস্ট) বিকালে যাত্রাবাড়ী বাস টামিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘কোনো মহাসড়কে খানাখন্দ নেই, কিছু জেলা সড়কে খানাখন্দ রয়েছে। কারণ রাস্তায় উন্নয়নমূলক কাজ চলছে, যে কারণে একটু যানজট হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকার চারপাশে যানজট প্রবণ এলাকায় ঈদের তিন দিন আগে থেকে যানজট নিয়ন্ত্রণে র‍্যাব মোতায়েন থাকবে। এছাড়াও পশুবাহী যান চলাচলে যানবাহনে কিছুটা ধীরগতি হলেও আগামী বছর থেকে যানজট থাকবে না।’

আগামী ডিসেম্বরে তিনটি সেতু হওয়ার পর আগামী বছর ঢাকা, চট্টগ্রাম এবং টাঙ্গাইল সড়কে কোনো যানজট হবে না বলেও জানান তিনি।

সারাবাংলা/এমএমএইচ/এমও

ওবায়দুল কাদের মহাসড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর