লঘু চাপময় গুরুগম্ভীর দিন
১৯ আগস্ট ২০১৮ ১১:০৫
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
সকালে বজ্র মেঘের গুরুম গুরুম ডাকে যাদের ঘুম ভাঙ্গেনি তাদের তো খবর পড়েই জানতে হবে আজকের শরতের চতুর্থ দিনটার উপর শ্রাবণের নজর আছে।
শ্রাবণ এখন কীভাবে অন্যের সময়ে এসে মাতব্বরি করছে বলি, মৌসুমি বায়ু তো পুরা মুডে আছেই, একটা লঘু চাপও নাকি পাক খাচ্ছে যে কোনো সময় তৈরি হয়ে যাবে।
তো সবাই মিলে একটু মেঘ বৃষ্টির সম্ভাবনা জাগিয়ে রেখেছে। আকাশেও মেঘ মেঘ। ওদিকে গরম তো বলছে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে। কিন্তু আর্দ্রতা আর রোদে সেটা ৪০ ডিগ্রির মতো অনুভূত হবে।
তো এমন দিনে আমাদেরও ঝড়ের মতো সব ভেঙে এগিয়ে যেতে হবে। ছুটির আগে তো আর ঝিমিয়ে যাওয়া যায় না।
সারাবাংলা/এমএ