Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরুর বাজারে ছিনতাই পরিকল্পনা, পিস্তলসহ গ্রেফতার ১


১৯ আগস্ট ২০১৮ ১৩:০৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: গরুর বাজারে ছিনতাইয়ের পরিকল্পনা নেওয়ার কথা জানতে পেরে চট্টগ্রাম নগরীতে মো. জনি (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি চীনের তৈরি পিস্তলও ‍উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ আগস্ট) সকালে নগরীর কল্পলোক আবাসিক এলাকার কবরস্থানের পাশ থেকে তাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী সারাবাংলাকে জানিয়েছেন, জনি একজন পেশাদার ছিনতাইকারী। তার একটি ছিনতাইকারী গ্রুপ আছে। ভোররাতের দিকে জনি তার বাসায় নিজ গ্রুপের ৭-৮ জন ছিনতাইকারী নিয়ে বৈঠক করে বাকলিয়ায় নূরনবী হাউজিং সোসাইটি গরুর বাজারে ছিনতাইয়ের পরিকল্পনা করে।

বিষয়টি আমরা জানতে তাৎক্ষণিকভাবে তাদের ধরতে অভিযান চালাই। অভিযানের সময় জনির কাছ থেকে পিস্তল ও সেভেন পয়েন্ট সিক্স টু বোরের চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলেও জানান ওসি।

জনি বাকলিয়া থানার বাস্তুহারা কলোনির মৃত আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও দু’টি মামলা বাকলিয়া থানায় আছে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর