Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জের কালীগঙ্গায় ডুবে মরল ২৬টি গরু


১৯ আগস্ট ২০১৮ ১৪:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীতে কোরবানির গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনায় ২৬টি গরু মারা গেছে। টাঙ্গাইলের নাগরপুর ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে গরুগুলো ঢাকার মিরপুরে নেওয়া হচ্ছিলো।

রোববার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে ঘিওরের কালীগঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজের পিলারে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। এ নিয়ে গত দুই দিনে একই স্থানে তিনটি গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটলো।

ঘিওর ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার বেপারিরা সকালে ৩৩টি গরু নিয়ে নৌপথে ঢাকা যাচ্ছিল। পথে গরু বহনকারী ট্রলারটি ঘিওর সরকারি কলেজ সংলগ্ন কালীগঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজের পিলারে ধাক্কা লাগে। এতে গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় কেবল ৭টি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি ২৬টিই তীব্র স্রোতের টানে ডুবে মারা যায়। এছাড়া ট্রলারটিও এখনো পাওয়া যায়নি।

পরে স্থানীয় ফায়ার সার্ভিস দলের সদস্যদের সহায়তায় বেলা ১২টার দিকে ঢাকা থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

ভুক্তভোগী গরুর মালিকরা জানিয়েছেন, ৩৩টি গরুর আনুমানিক দাম ৩৫ লাখ টাকা।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরী দল ঘটনাস্থলে পৌছানোর পর পরই ডুবে যাওয়া ট্রলার ও গরু উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

এর আগে কালীগঙ্গা নদীর একই এলাকায় গত দুদিনে গরুবোঝাই আরো দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ওই দুই ঘটনায় ৮৫টি গরু অক্ষত ছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

কালীগঙ্গা কোরবানীর গরু গরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর