Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী অধিবেশনে সংসদে উঠছে যৌতুক নিরোধ বিল


১৯ আগস্ট ২০১৮ ১৯:৩১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী অধিবেশনে যৌতুক নিরোধ বিল ২০১৮ সংসদে উপস্থাপন করা হবে। রোববার (১৯ আগস্ট) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র সারাবাংলাকে জানান এদিন “যৌতুক নিরোধ বিল, ২০১৮ নিয়ে কমিটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিলটি প্রয়োজনীয় সংযোজন ও সংশোধন করে সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।”

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন এমপি। কমিটির সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ, সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা এবং মনোয়ারা বেগম এমপি বৈঠকে অংশ নেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুরুতেই শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর