Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত থেকে গরু না আসা শাপে বর হয়েছে’


১৯ আগস্ট ২০১৮ ২১:১৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভারত থেকে গরু আসা বন্ধ হওয়া আমাদের জন্য শাপে বর হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

রোববার (১৯ আগস্ট) গাবতলীতে ঈদুল আজহা উপলক্ষে বসা পশুর হাট সরেজমিনে পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন। এ সময় হাটে দেশি গরুর ব্যাপক উপস্থিতিতে সন্তোষ জানান তিনি। হাটে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা এখন প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ। এ বছরে প্রায় দেড় কোটি কোরবানিযোগ্য পশু রয়েছে আমাদের। এটা আমাদের কোরবানির চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত। ফলে কোরবানির পশুর জন্য কোনো সংকট হবে না। ফলে ভারত যখন আমাদের জন্য গরুর সরবরাহ বন্ধ করেছে, সেটা আমাদের জন্য শাপে বর হয়েছে।

নারায়ণ চন্দ্র চন্দ আরও বলেন, বৈধপথে সামান্য কিছু ভারতীয় গরু এবার দেশে প্রবেশ করেছে। ফলে ওই সামান্য কিছু ভারতীয় গরু বাদে হাটের প্রায় সব গরুই আমাদের দেশি। ফলে এসব দেশি গরু দিয়েই আমাদের কোরবানি হবে, এটা প্রমাণিত।

প্রাণিসম্পদমন্ত্রী হাটে প্রাণিসম্পদ অধদিফতরের পক্ষ থেকে স্থাপন করা মেডিকেল সেন্টারের কার্যক্রমও ঘুরে দেখেন।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর