Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে প্রবাসীর দেড় লাখ টাকা ছিনতাই


১৯ আগস্ট ২০১৮ ২২:২৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক প্রবাসীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় এই ঘটনা ঘটেছে।

ছিনতাইয়ের শিকার নাছির উদ্দিন (৪৫) একজন কাতার প্রবাসী। তার বাসা নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায়।

এই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে বাদী উল্লেখ করেন- দুপুরে চাক্তাই জনতা ব্যাংকের শাখায় তার মামাতো ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দেড় লাখ টাকা তুলে পায়ে হেঁটে আসছিলেন। চাক্তাইয়ে ব্যাংক এশিয়ার সামনে আসার পর অজ্ঞাতনামা দুজন লোক আগে থেকে অপেক্ষমাণ একটি সিএনজি অটোরিকশায় জোরপূর্বক তুলে নেয়। অটোরিকশাটি শাহ আমানত সেতুর প্রবেশমুখে গোলচত্বর এলাকায় যাবার পর আগে থেকে অপেক্ষমাণ মোটরসাইকেলে অজ্ঞাতনামা একজনের পেছনে তুলে দেওয়া হয়। এসময় তার মোবাইল কেড়ে নেওয়া হয়। সেখান থেকে মোটরসাইকেলে করে তাকে বাস্তুহারা কলোনিতে নেওয়া হয়। পেছনে ছিল ওই সিএনজি অটোরিকশাটি। বাস্তুহারা কলোনিতে নেওয়ার পর তিনজন মিলে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে মোবাইলটি ফেরত দেয়।

জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, যেখানে ভিকটিমকে অটোরিকশায় তোলা হয়েছে তার কয়েক গজ দূরেই টহল পুলিশ দাঁড়ানো ছিল। তারা যদি ভিকটিমের চিৎকার শুনতেন কিংবা বিষয়টি বুঝতে পারতেন, তাহলে প্রতিরোধ করতেন। এখন আমরা ছিনতাইকারীদের গ্রেফতার করার অভিযানে আছি।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর