লক্ষ্মীপুরের ১০ গ্রামে কাল ঈদ
২০ আগস্ট ২০১৮ ১২:৪২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
লক্ষ্মীপুর : সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে মঙ্গলবার (২১ আগস্ট) ঈদুল আজহা উদযাপন করবেন লক্ষ্মীপুরের ১০ গ্রামের মানুষ। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০টি গ্রামের হাজারো মানুষ ঈদ পালন করবেন।
মঙ্গলবার সকাল ১০টা ৩০মিনিটে জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুন কোরান নূরানি মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে খতিব মাওলানা আমিনুল ইসলাম জানান, মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লীরা গত ৩৮ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
শুধু লক্ষ্মীপুরের এই ১০ গ্রামই নয়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর ও চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানের মানুষ কাল ঈদুল আজহা পালন করবেন ও পশু কোরবানি দেবেন।
সারাবাংলা/এসএমএন