মেঘনা তেল ডিপোতে আগুন, নিহত ২
২০ আগস্ট ২০১৮ ১৩:০৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
খুলনা: খুলনার খালিশপুরে রাষ্ট্রায়ত্ব মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। আগুনে দগ্ধ হয়েছেন অন্তত ৯ জন।
সোমবার (২০ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে নগরীর খালিশপুরের কাশিপুরস্থ তেল ডিপোতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন জানিয়েছেন, নিহত রাজু (২২) ও কামাল শরীফের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মোজাম্মেল হক (৩৫), আব্দুল ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেল (২৬)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে লোড দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক আবুল হোসেন জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/একে