আরাফাত ময়দানে বৈরী আবহাওয়ার আশঙ্কা
২০ আগস্ট ২০১৮ ১৫:৪১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
পবিত্র হজ পালনকালে অনাকাঙ্খিত বৃষ্টি ও ধূলিঝড়ের মুখোমুখি হয়েছেন মুসল্লিরা। সৌদি গেজেটের বরাতে বলা হয়, মিনায় অবস্থানকালে হজযাত্রীরা ঝড়ো বাতাসের কবলে পড়েন। রোববার সন্ধ্যা থেকে সেখানে তীব্র তাপদাহ বিরাজ করছে।
এদিকে সৌদি আরবের আবহাওয়া ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সংস্থা জানায়, মক্কা, আরাফাত ময়দান ও হজযাত্রীদের তীর্থস্থানগুলোতে সোমবার সন্ধ্যা পর্যন্ত ধূলিঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকছে।
সংস্থাটির মুখপাত্র হুসেইন আল-কুতাহনি জানান, উচ্চ তাপমাত্রার ও আদ্রতার কারণে আবহাওয়ার এই তারতম্যে ও উঠানামা আগামীকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত বজায় থাকবে। তবে বিকেলে হজযাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বেন। সেখানে তাপমাত্রা ৪৩ ডিগ্রি ও আদ্রতার ৬৫ ভাগ শতাংশ পর্যন্ত হতে পারে।
স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার মুখপাত্র মুহাম্মদ আল-কামাশ জানান, রোববারে ধূলিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে হজযাত্রীদের তেমন দুর্ভোগ হয়নি। তবে অল্প কিছু তাবু ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তাবুগুলো মেরামত করা হয়। সবমিলিয়ে হাজীদের ক্যাম্পগুলো স্থিতিশীল রয়েছে।
এসময় তিনি দুর্যোগের সময় হজযাত্রীদের কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ জানান।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
আরাফাত ময়দানের পথে মুসল্লিরা