গাবতলী পশুরহাটে ভুয়া চিকিৎসক-ব্যবসায়ীকে কারাদণ্ড, স্টেরয়েড জব্দ
২০ আগস্ট ২০১৮ ১৭:১৯ | আপডেট: ২০ আগস্ট ২০১৮ ১৭:২৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: গরু মোটা-তাজা করতে স্টেরয়েড জাতীয় ইনজেকশন দেওয়ায় দুই ভুয়া পশু চিকিৎসক এবং দুই গরু ব্যবসায়ীকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় স্টেরয়েড জাতীয় ওষুধ।
সোমবার (২০ আগস্ট) দুপুর পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা রাজধানীর গাবতলী পশুরহাটে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এতে সহযোগিতা করে র্যাব-৪ এর সদস্য এবং প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তারা।
সাজা পাওয়া ভুয়া চিকিৎসকরা হলেন, হেকমত আলী ও তরিকুল ইসলাম এবং ব্যবসায়ী মো. রুবেল ও মো. আলম।
র্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারওয়ার আলম সারাবাংলা জানান, দুই ভুয়া চিকিৎসককে এক বছর করে এবং দুই গরু ব্যবসায়ীকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি জানান, অভিযানে প্রাণিসম্পদ অধিদফতরের ১২ জন চিকিৎসক অংশ নেন। উত্তরা এবং গাবতলী পশুর হাটে অভিযান চালিয়ে প্রচুর ওষুধ জব্দ করা হয়েছে। যেসব গরুগুলোকে স্টেরয়েড দেওয়া হয়েছে, সেগুলোকে বিক্রি না করে হাট বাড়িতে ফেরৎ নিয়ে যেতে আদেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/জেএ/এটি