Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোকাইয়া-রাবেয়ার পরবর্তী অপারেশন নভেম্বরে


২০ আগস্ট ২০১৮ ১৮:২৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রোকাইয়া-রাবেয়ার পরবর্তী অপারেশন আগামী নভেম্বর মাসে। বার্ন ইউনিটের পুরাতন ভবনে এই অপারেশন হবে। কিন্তু তার শেষ অপারেশন হবে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নতুন অপারেশন থিয়েটারে।

সোমবার (২০ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘রাবেয়া-রোকাইয়ার দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আমাদের চেষ্টা করতে বলেছেন, যা যা দরকার তিনি করবেন। এটা খুবই ক্রিটিক্যাল ও রেয়ার কেস। গতকাল তাদের ফলোআপ এনজিওগ্রাম করা হয়েছে। এখন তারা ভালো আছে।’

ডা. সেন বলেন, ‘নিউরোসার্জারির চিকিৎসক ও দুই জন হাঙ্গেরিয়ান চিকিৎসক আমাদের সঙ্গে আছেন। নভেম্বরে তাদের মাথার টিস্যুর অপারেশন করা হবে এবং সব কিছু ঠিক থাকলে পরবর্তী অপারেশন নতুন বার্ন ইউনিটে হবে।’

নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম বলেন, ‘অপারেশনটা খুবই কঠিন। রক্ত মাথার শিরা থেকে হার্টে আসা-যাওয়া করছে। আমরা তাদের কমন শিরাগুলো আলাদা করার চেষ্টা করছি। আলাদা করা গেলে অনেকটা সেফ হবে।’

আরও পড়ুন: ফলোআপ এনজিওগ্রাম শেষ, সুস্থ আছে রাবেয়া-রোকাইয়া

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর