হজে গিয়ে ১৪ বছর পর হলে দেখা হলো ভাই-বোনের
২১ আগস্ট ২০১৮ ১১:৫০
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ফিলিস্তিনে জন্ম মুসা ও লতিফার। ছোটবেলায় ভাই-বোনসহ তারা সপরিবারে ফিলিস্তিন থেকে লেবাননে আশ্রয় নেন। এরপর লতিফা স্বামীর সাথে মিশর চলে গেলে ভাই মূসার সাথে তার আর যোগাযোগ হয়নি।
সৌদি গেজেটের বরাতে জানানো হয়, বাদশাহ সালমানের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হজ পালন কর্মসূচির অংশ হিসেবে ১৪ বছর পর আবার ভাই ও বোনের সাক্ষাৎ সম্ভব হলো। লতিফা কান্না জড়িত কণ্ঠে ভাইকে জড়িয়ে ধরে বলেন, এত বছর পর আমার ভাইকে একবার দেখার সুযোগ হলো। আমার চোখের তৃষ্ণা মিটছে না।
স্মৃতিচারণ করে লতিফা জানান, মূসাকে বয়স্ক লাগছে। ওর চুল ধূসর হয়ে গেছে। তবে ৩২ বছর বয়স বলে মনে হচ্ছে না। আমার ছেলে বাসাম যখন শেষবার ওর মামাকে দেখেছিল তখন ওর বয়স ছিল মাত্র দু বছর। এখন বাসাম ও মূসা দুজনই সমান উচ্চতার হয়ে গেছে।
বাদশাহর নিজস্ব অর্থায়নে এবছর ৫ হাজার ৩শ জন পবিত্র হজ পালন করেছেন। এরমধ্যে বিশ্বের ৯৪টি দেশ থেকে ১৩শ জন, ফিলিস্তিন যুদ্ধে নিহত যোদ্ধাদের পরিবার থেকে ১ হাজার জন, সুদান ও ইয়েমেন থেকে ১৫শ জন, মিশরে মৃত্যুবরণ করা নিরাপত্তারক্ষী সদস্যদের পরিবার থেকে ১হাজার ও অন্যান্য ৫০০ জন হাজী রয়েছেন।
হজ পালনে আমন্ত্রিত অতিথিদের সৌদি আরবের ধর্ম বিষয়ক ইসলামিক সংস্থার তত্ত্বাবধানে দেখাশোনা করা হয়ে থাকে।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
সৌদি বাদশা ও যুবরাজের ঈদ শুভেচ্ছা