Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের ৩০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা


২১ আগস্ট ২০১৮ ১২:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অন্ত:ত ৩০ গ্রামে একদিন আগে ঈদুল আজহা উদযাপন হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মিল রেখে মঙ্গলবার (২১ আগস্ট) সকালে এসব গ্রামের কয়েক হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। নামাজের পর প্রাণী কোরবানি দেওয়া হচ্ছে।

একদিন আগেই ঈদুল আযহা উদযাপন করা হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া,পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালী, বাঁশখালী এবং লোহাগাড়া।
একদিন আগে ঈদুল আজহা উদযাপনকারীদের সবাই চট্টগ্রামের সাতকানিয়ার মীর্জাখীল সিলসিলিয়া আলীয়া জাহাঙ্গীর পীর দরবারের অনুসারী।

জানা গেছে, প্রায় দু’শ বছরেরও বেশি সময় আগে দরবারের পীরসাহেব তার মুরিদদের নির্দেশ দিয়েছিলেন সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যাবে তার পরদিন থেকেই বিশ্বের সব স্থানে রোজা পালন শুরু হবে। একইভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাও পালন করতে হবে। এরপর থেকেই এসব গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালিত হয়ে আসছে।

সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মীর্জারখীল গ্রামের বাসিন্দা দিদারুল আলম সারাবাংলাকে বলেন, প্রতিবছরের মতো আমরা একদিন আগে ঈদুল আজহা উদযাপন করছি। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় যথেষ্ঠ পদক্ষেপ নিয়েছে।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর