Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, আহত ৭


২১ আগস্ট ২০১৮ ১২:৫৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস রয়েল কোচ ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাত জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার যাদৈয়া এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শাজাহান খান।

আহতরা হলেন— আব্দুল মান্নান, তার ছেলে নোমান ও রুবেল, মমিন হোসেন, আজাদ হোসেন,  মোসলেহ উদ্দিন সিরাজ, মফিজ উল্লাহ। আহতরা সবাই ভোলা জেলার তজুমুদ্দিন থানার বাসিন্দা। বর্তমানে তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রয়েল কোচ নামে একটি বাস সকালে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের যাদৈয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে সামনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের অন্তত সাত যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শাজাহান খান বলেন, দুর্ঘটনার পর রয়েল কোচের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও মাইক্রোবাসটি থানায় আটক রাখা হয়েছে।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর