Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু


২১ আগস্ট ২০১৮ ১৪:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজধানীর সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে দেলোয়ার হোসেন(৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার(২১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আব্দুর রাজ্জাক।

দেলোয়ারের স্বজন সায়ফুল সারাবাংলাকে জানান, দেলোয়ারের গ্রামের বাড়ি বরগুনায়। পূবালী লঞ্চে তার আত্মীয় স্বজন সকলে উঠে যাবার পর দেলোয়ার ও উঠাতে চেষ্টা করছিলেন। কিন্তু লঞ্চটি আগেই ছেড়ে দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি লঞ্চের সঙ্গে তিনি সজোরে আঘাত পান। এতে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার।

বিজ্ঞাপন

সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আব্দুর রাজ্জাক সারাবাংলাকে বলেন, নিহত দেলোয়ারকে গ্রামে নিতে অ্যাম্বুলেন্সের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসএইচ

দুর্ঘটনা সদরঘাট লঞ্চ টার্মিনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর