Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজি করতে গেলে ‘ভুয়া ডিবি’ আটক


২১ আগস্ট ২০১৮ ১৫:০০ | আপডেট: ২১ আগস্ট ২০১৮ ১৫:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সামনে পুলিশের গোয়েন্দা শাখার(ডিবি) সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে কোতোয়ালী মোড় থেকে কামরুল হুদা (৩৩) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে জানান, কামরুল সকালে কোতোয়ালী মোড়ে জনৈক এনামুল হকের পান-সিগারেটের দোকানে আসে। নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রথমে এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে এরপর ৫০০ টাকা দেওয়ার জন্য চাপ দেয়। একইভাবে পাশের আরেকটি দোকান থেকে ২০০ টাকা নেয়।

বিজ্ঞাপন

এতে দোকানি এনামুলের সন্দেহ হলে তিনি কামরুলের কার্ড দেখতে চান। কামরুল কার্ড দেখাতে না পেরে তাদের ভয়ভীতি দেখাতে শুরু করে। এসময় সেখানে লোক জড়ো হয়ে যায়। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে কামরুলকে গ্রেফতার করে বলে ওসি জানান।

ওসি বলেন, কামরুল একজন পেশাদার চাঁদাবাজ। কখনও পুলিশ, কখনও ডিবি, কখনও প্রশাসনের অন্য কর্মকর্তার পরিচয়ে চাঁদাবাজি করেন বলে আমরা জানতে পেরেছি। কামরুলের বিরুদ্ধে এনামুল বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/আরডি/এনএইচ

আরও পড়ুন,
নরসিংদীতে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর